চাঁদপুর

ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের দাম চড়া অনলাইনে ইলিশ বিক্রিতে চলে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক ।।
চাঁদপুরে ইলিশ অবতারণ কেন্দ্র  বড় স্টেশন মাছঘাটে দেশের বিভিন্ন স্থান থেকে সাগর ও নদ-নদীর মাছ আসে। এরপর এই মাছ বিভিন্ন জেলায় পাঠানো হয়। চাঁদপুর ঘাটে অন্য মাছের তুলনায় ইলিশ মাছের পরিমাণই বেশি। এসব ইলিশ দক্ষিণাঞ্চলের সাগর, ভোলা, বরিশাল, নোয়াখালী ও সন্দ্বীপ থেকে আসলেও তুলনামূলক কম। শুধু তা-ই নয়, এবারও ভরা মৌসুমে ঘাটে পদ্মা-মেঘনার ইলিশের দেখা নেই বললেই চলে। অল্প সংখ্যক নদীর ইলিশ এলেও দাম চড়া। ফলে আসল রূপালি ইলিশের স্বাদ পাচ্ছেন না ক্রেতারা।

এখন ইলিশের ভরা মৌসুম। সেই তুলনায় চাঁদপুর মাছঘাটে ইলিশের আমদামি একেবারেই কম। খুচরা বিক্রেতারা বসে আছেন ইলিশ নিয়ে। গতকাল শুক্রবার প্রায় শতাধিক মণ মাছ আমদানি হয়েছে।  এই ঘাটে ৩০০-৫০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৩৬-৩৮ হাজার টাকা, ৫০০ গ্রামের ওপর থেকে ৮০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ প্রতি মণ ৬০ হাজার টাকা, এক কেজি ওজনের ইলিশ প্রতি মণ প্রায় ৭৫ হাজার টাকা ও ১২০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি মণ ৮০ হাজার থেকে লাখ টাকায় পাইকারি বিক্রি করা হচ্ছে। তবে গত সপ্তাহে এই ইলিশের দাম কিছুটা কম ছিল। অর্থাৎ প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা কম ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

চাঁদপুর জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত ২০২২-২০২৩ অর্থ বছরে জেলায় মাছের চাহিদা ছিল ৬৮ হাজার ৪৬৬ টন। উৎপাদন হয়েছে ১ লাখ ১৬ হাজার টন। একই অর্থ বছরে শুধুমাত্র ইলিশ উৎপাদন হয়েছে ৩৪ হাজার ৩২৬ টন।

CP News 24
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে খুচরা বিক্রেতার কাছে ইলিশের দরদাম করছেন ক্রেতারা।

দুরদূরান্ত থেকে আসা ক্রেতারা বলেন, চাঁদপুর মাছ ঘাটে ইলিশ অনেক কম, দামও বেশি। ফেসবুকে ইলিশ বিক্রির নামে পেজের মাধ্যমে দেশি-বিদেশি ইলিশ ক্রেতাদের মিথ্যা তথ্য, তাজা ইলিশের ছবি দেওয়া, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে ইলিশ ও ইলিশের ডিম বিক্রিয় করার অভিযোগ উঠেছে। অনেকে হয়রানিও হচ্ছেন। এসব পেইজে ইলিশের দাম কম বলে প্রচারণার কারণে মাছঘাটে এসে মাছ না ক্রয় করে অনেকে খালি হাতে ফিরে যাচ্ছে বলে দেখা গেছে।

১৮ আগস্ট রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর মাছঘাটে ঘুরে দেখা যায়, চাঁদপুর মাছঘাটে ইলিশের সরবরাহ কম। ইলিশের ভরা মৌসুমে যেখানে আড়তদার, শ্রমিক ও ক্রেতাদের ভিড়ে মুখরিত থাকতো, সেখানে এখন আড়তগুলোতে নীরবতা বিরাজ করছে এবং কিছু খুচরা বিক্রেতা ইলিশ নিয়ে বসে আছেন।

CP News 24
চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে খুচরা বিক্রেতার কাছে ইলিশের দরদাম করছেন ক্রেতারা।

ঢাকা থেকে আগত ক্রেতা সাইফুল ইসলাম বলেন, অনলাইনে লোভনীয় অফার দেখলাম। চাঁদপুরের ইলিশের দাম কম। এ জন্যে তাদের দেয়া নাম্বারে ফোন করলাম, কিন্তু তারা ফোন রিসিভ করে নি। তাই চাঁদপুর মাছ ঘাটে আসলাম। কিন্তু এসে দেখি মাছের দাম অনেক বেশি। আরেক ক্রেতা জাহান পপি বলেন, আমি ঢাকা থেকে আসছি ইলিশ ক্রয় করতে। কিন্তু এখানে আমাদের স্থানীয় বাজারের চাইতে ইলিশের দাম অনেক বেশি।

কুমিল্লা থেকে আগত ক্রেতা মোঃ শেখ সাদী বলেন, শুনেছি এখানে মাছের দাম অনেক কম। তাই মাছ ক্রয় করতে এসেছি। কিন্তু এখানে এসে দেখি, মাছের দাম অনেক বেশি। এজন্যে খালি হাতে চলে যাচ্ছি।

চাঁদপুর মাছঘাটের ইলিশ বিক্রেতা নূরে আলম বলেন, এটা ইলিশের বাজার। এখানে প্রতিদিনই মাছের দাম ওঠানামা করে। একটা প্রতারক চক্র আছে, অনলাইনে তারা দেখায় মাছের দাম অনেক কমে গেছে। তারা মানুষ থেকে মাছের টাকা নেয়। কিন্তু মাছ দেয় না। চাহিদা অনুযায়ী কেজি প্রতি মাছের দাম কমে, আবার বাড়ে।

আরেক আড়তদার নজরুল ইসলাম বলেন, চাঁদপুরের লোকাল ইলিশ মাছ নেই বললেই চলে। এর কারণ হচ্ছে, নদীতে পানি কম থাকায় চাঁদপুরের পদ্মা-মেঘনার নদীতে ইলিশ পাওয়া যাচ্ছে না। তাই মাছের রেট অনেক বেশি, ক্রেতা অনেক বেশি। আজকের বাজারে  ১ কেজি ওজনের ইলিশ  ১৭০০ থেকে সাড়ে সতেরশ’ টাকা। কিন্তু এ সময়ে মাছের প্রতি কেজি ১২০০টাকা থাকার কথা ছিল।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, গত এক সপ্তাহের তুলনায়  ইলিশের সরবরাহ কম। সাগর ও নদী থেকে মাছ কম আসছে। প্রতি কেজিতে ১-২শ’ টাকা বেড়েছে।

চাঁদপুর সদর মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, চাঁদপুরে ইলিশের ঘাট, আড়ত এবং জেলে বেশি। আড়তগুলোতে তাই কী পরিমাণ ইলিশ সরবরাহ করা হয় তা নির্ণয় করা যায় না। তবে অন্যান্য বছরের তুলানায় এবার ইলিশ একটু কম।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় বলেন, সতর্কতা হিসেবে অনলাইনে যেসব ফেসবুক পেজ জেলা মৎস্য বণিক সমিতির সদস্যদের, সেগুলো তালিকা করে নাম প্রকাশ করা হয়েছে। ‘তালিকা বহির্ভূত অন্যান্য অনলাইন পেজ থেকে সংশ্লিষ্টদের ইলিশ ক্রয়ের বিষয়ে প্রতারক হতে সতর্ক থাকতে হবে। এ নিয়ে জেলা প্রশাসনের ও পুলিশের আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করা হয়েছে। কেউ প্রতারিত হলে থানার অভিযোগ করতে হবে।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button