ভারতে দুর্গাপূজার সময় ৩ হাজার টন ইলিশ রপ্তানি ঠেকাতে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান।
তিনি রোববার বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড এবং আমদানি-রপ্তানি নিয়ন্ত্রক দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এই নোটিশ পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, দুর্গাপূজার দুই সপ্তাহ আগে বাণিজ্য মন্ত্রণালয় ভারতে ৩ হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে, যা দেশের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর হতে পারে।
আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, ইলিশ মাছ শুধু বাংলাদেশে নয়, ভারত, মিয়ানমারসহ বিভিন্ন দেশের উপকূলীয় এলাকায় পাওয়া যায়। ভারতের বিস্তৃত সমুদ্রসীমা থাকা সত্ত্বেও তারা মূলত বাংলাদেশের পদ্মা নদীর ইলিশ আমদানি করে থাকে। এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ইলিশের সহজলভ্যতা হ্রাস করছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়েছে যে, বাংলাদেশের কিছু রপ্তানিকারক ও ভারতীয় এজেন্টরা সারা বছর ধরে পদ্মা নদীর ইলিশ মজুদ করে রাখেন এবং সরকারের অনুমতির ভিত্তিতে বা সীমান্ত দিয়ে অবৈধভাবে ইলিশ পাচার করেন। এতে দেশের ইলিশের প্রাপ্যতা কমে যাওয়ার পাশাপাশি, ইলিশের দামও বেড়ে যাচ্ছে।
আইনজীবী মাহমুদুল হাসান নোটিশে উল্লেখ করেন, দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পরই ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া উচিত। তিনি আরও দাবি করেন, ইলিশের অবৈধ পাচার রোধে সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং দেশের মৎস্যসম্পদ রক্ষায় আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
এই আইনি নোটিশের ফলে ভারতে ইলিশ রপ্তানির বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ বিবেচনা করে সরকার কী পদক্ষেপ নেবে, তা এখন দেখার বিষয়।