মাদ্রাসার ছাত্রদের মাঝে কম্বল বিতরণ করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান। ৪ ডিসেম্বর পুরান বাজারের ১নং ওয়ার্ডের আল নূরানী মাদ্রাসায় বিজয়ীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে মাদ্রাসার পরিচালক ওয়াদুদ হুজুরের পরিচালনায় তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে উপস্থািত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী এর ভলেনটিয়ার মরিয়ম আক্তার, কান্তা দেসহ বিজয়ীর নেতৃবৃন্দ।
০ ৯ এক মিনিটেরও কম