কনক হাসান নিজেস্ব প্রতিবেদক চট্টগ্রাম :–০০–নগর জামায়াত সেক্রেটারী ও বিশিষ্ট পরিবেশবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন মানুষ যখন তার সষ্টার দেয়া বিধান লংঘন করে মনগড়া মতবাদের অনুসারী হিসেবে আর্বিভূত হয় তখনই আল্লাহ তাদের উপর বিভিন্ন দুনিয়াবী আজাব দিয়ে থাকেন। বর্তমান সময়ের অসহনীয় গরম আমাদের কৃত অপকর্মেরই প্রতিফল। আমাদের দাসত্ববাদী শাসকগোষ্ঠী মানবতার রক্ষক নামীয় শতাব্দীর নিকৃষ্টতম অমানবিক কাজ হিসেবে জনপ্রিয় জামায়াত নেতাদের হত্যার ষড়যন্ত্র, নগরীর শত বর্ষীয় গাছ নিধন ,জলাধারের উপর ইমারত নির্মাণ সহ প্রকৃতি বিরুদ্ধ কাজ করে যাচ্ছে। যার দরুন বিগত ৬০ বছরের রেকর্ড ভাঙ্গা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। যদি আমাদের শাসক গোষ্ঠী এ ধরনের প্রকৃতি বিরোধী কর্ম থেকে বিরত থাকত তাহলে জনগনের উপর এমন আজাব আপতিত হত না। তাই মানুষের কৃত পাপের কর্মফল তীব্র তাপদাহ আল্লাহর পক্ষ থেকে দেয়া আজাবের নমুনা মাত্র। মানবজাতি তাদের ভুল বুঝতে পেরে আল্লাহর নিকট তাওবা করলেই এ আজাব থেকে মুক্তি পাওয়া সম্ভব। অন্যথায় আরো কঠিন আজাবের মুখোমুখি হতে হবে।
ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের বৃষ্টি কামনায় ইসতিসকার নামাজ পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি আজ (২৭.০৪.২০১৪) এ সব কথা বলেন। নগর উত্তর শিবিরের দপ্তর সম্পাদক মোঃ শোয়াইব এর পরিচালনায় সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নামাজে ইমামতি করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম কলেজ মসজিদের খতিব ড. বি এম মফিজুর রহমান আল- আজহারী। নামাজ শেষে মুসল্লিরা দেশের অসহনীয় গরম থেকে মুক্তির লক্ষ্যে বৃষ্টির জন্য দোয়া ও মোনাজাত করেন।