চাঁদপুর

চাঁদপুরে বাবা-মার পাশেই চির নিদ্রায় শায়িত সাংবাদিক নেতা গাজী রুহুল আমিন

নিজস্ব প্রতিবেদক ॥ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি দৈনিক সংগ্রামের চিফ রিপোর্টার রুহুল আমিন গাজীর দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। বাবা-মায়ের কবরের পাশেই তিনি চির নিদ্রায় শায়িত হলেন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বাদ এশা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ওয়াজিহিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা প্রাঙ্গনে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

নামাজে জানাজায় ইমামতি করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরার সদস্য ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা আবদুর রহিম পাটওয়ারী। পরে মাদ্রাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে এই সাংবাদিক নেতার দাফন সম্পন্ন হয়।

CP News 24

দৈনিক চাঁদপুর দিগন্ত পত্রিকার প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় নামাজে জানাজা পূর্বে বক্তব্য দেন, জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের নায়েবে আমির ড. অ্যাডভোকেট হেলাল উদ্দিন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ, চাঁদপুর শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খান, হানারচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন গাজী, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও পেশাজীবী সংগঠন নেতা অধ্যাপক মোশাররফ হোসেন লিটন।

নামাজে জানাযায় চাঁদপুরের জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক, রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধি, মরহুমের আত্মীয় স্বজন ও স্থানীয় মুসল্লীরা অংশগ্রহণ করেন।

এর আগে দুপুর ১টা ৪০মিনিটে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জাতীয় প্রেসক্লাবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন এ বলিষ্ঠ সাংবাদিক নেতা।

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button