চাঁদপুর

চাঁবিপ্রবি’র উপাচার্য পদ থেকে নাছিম আখতারকে অব্যাহতি

উপাচার্য ও রেজিষ্টারের পদত্যাগের দাবীতে গত ৫ আগস্টের পর শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও কর্মসূচির পর শিক্ষাকার্যক্রম বন্ধ থাকা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. নাছিম আখতারকে অব্যাহতি দেয়া হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করার নিমিত্তে তাকে অব্যাহতি প্রদান পূর্বক মূল পদে যোগদানের জন্য অনুমতি প্রদান করেন।

শিক্ষামন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা তাদের ওয়েব সাইটে উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রকাশ করে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ এর অনুলিপি জ্যেষ্ঠতার ক্রমানুসারে সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রেরন করা হয়।

গত জুলাই মাসে ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি পালনকালে উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার স্থানীয় ছাত্রলীগের নেতাদের সাথে নিয়ে বাধা প্রদান করে। একই সাথে তিনি শিক্ষার্থীদের হুমকি ধমকি প্রদান করেন। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয়ের চাঁদপুর অস্থায়ী ক্যাম্পাস থেকে চলে যান। পরে ঢাকায় বসে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে আসছিলেন বলে শিক্ষকরা জানান।

CP News 24

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button