নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ—ফরিদপুরের নগরকান্দায় রেহানা আক্তার (১৪) নামে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে, শনিবার সকালে ফরিদপুর মর্গে পাঠিয়েছে বলে জানা গেছে। রেহানা নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের দশখারদিয়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, রেহানা আক্তারের সঙ্গে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের দায়রাকান্দী গ্রামের মালেক শেখের ছেলে আমির হোসেন কুটি শেখের মোবাইলের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিষয়টি জানাজানি হলে, প্রায় ৫ মাস আগে রেহানা ও কুটি শেখের পারিবারিক ভাবে বিয়ে ঠিক হয়। তবে মেয়ের বয়স কম হওয়ায়, স্থানীয় ঈমাম ডেকে ধর্ম মোতাবেক তাদের বিয়ে হলেও, রেজিস্ট্রি করা হয়নি। সম্প্রতি স্বামীর সঙ্গে মোবাইলে কথাকাটি হয় রেহানার। এরই জের ধরে স্বামীর উপর অভিমান করে, শুক্রবার রাতে রেহানা তার বাবার বাড়ির বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, লাশ উদ্ধার করে, শনিবার সকালে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নগরকান্দা থানায় একটি ইউডি মামলা হয়েছে।