নিজস্ব সংবাদদাতা বাঁশখালী, ঃঃ — চট্টগ্রামের বাঁশখালীতে ৬ হাজার পিস ইয়াবাসহ ৫ জনকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এসআই দীপক কুমার সিংহ ও এসআই মং থোয়াই হ্লা চাকের নেতৃত্বে পৃথক অভিযানে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের সীমান্ত ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে তাদের আটক করে পুলিশ ।
আটককৃত আসামিরা হলেন, চকরিয়ার গনি আলমের পুত্র এনামুল হক, মহেশখালীর আহসান উল্লাহর পুত্র লোকমান হোসেন ও আনোয়ার হোসেনের পুত্র মো: সোহেল প্রমুখ। এসময় তাদের কাছ থেকে ছয় হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। বাঁশখালী থানার ওসি মো: কামাল উদ্দীন জানান, ছয় হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।