
ইমাম হাসান জুয়েল, চাঁপাইনবাবগঞ্জঃ
— চাঁপাইনবাবগঞ্জ সদর মাডেল থানা প্রাঙ্গণে সদর মডেল থানার গ্রাম পুলিশদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ আতোয়ার রহমান। পরে অতিরিক্ত পুলিশ সুপার ১৪০ জন গ্রাম পুলিশদের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মোজাফফর হোসেন সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
গ্রাম পুলিশ বাহিনী বাংলাদেশের একটি বিশেষায়িত পুলিশ বাহিনী যারা গ্রামাঞ্চলে সুরক্ষা এবং বাংলাদেশ পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
মধ্যযুগীয় সময়ে বাংলার গ্রামাঞ্চলের গ্রামগুলি চৌকিদারদের দ্বারা পাহারা দেওয়া হত, যারা গ্রাম পুলিশ বাহিনী হিসাবে কাজ করতো।
বাংলাদেশের ক্ষুদ্রতম প্রশাসনিক ও স্থানীয় সরকারের অংশ ৪,৫৬২ টি ইউনিয়নের প্রতিটিতে গ্রাম পুলিশ বাহিনী বাহিনীর ১০ জন কর্মী রয়েছেন।