এম আবু হেনা সাগর,ঈদগাঁও ::– জাতীয় শোকদিবস উপলক্ষে ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের জরুরী সভা ৫ আগষ্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শোকাবহ আগষ্ট মাস। ১৫ই আগষ্ট বাংলাদেশ রাষ্টের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে নর পিশাচরা। ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন ও ২১ আগষ্ট গ্রেনেঢ় হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভাসহ শোকাবহ আগষ্ট’র কর্মসুচি পালনে ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের জরুরীসভা আগামী ৫ই আগষ্ট শুক্রুবার বিকাল চারটায় ঈদগাঁও পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্টিত হবে।
এতে সভাপতিত্ব করবেন, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মোঃ আবু তালেব।
উক্ত জরুরী সভায় ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দ ও আওতাধীন ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি/ সাধারন সম্পাদককে যথাসময়ে উপস্থিত থাকার জন্য ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক হুমায়ন কবির হিমু, মোহাম্মদ মহীদুল্লাহ ও ইমরুল হাসান রাশেদ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।